মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার আগে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি অসাধারণ কিছু কথা লিখে গেছেন। নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি কথাগুলো লিখে যান।
সোলাইমানি বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ফ্লাইটযোগে বাগদাদে যাওয়ার আগে আধ্যাত্মিক কথাগুলো লিখে যান। আবাসিক কক্ষে তিনি কাগজটি রেখে যান। যেখানে তার একটি প্রার্থনা লেখা ছিল।
Read More News
জেনারেল সোলাইমানির আধ্যাত্মিক কথাগুলো নিচে তুলে ধরা হল:-
“হে আল্লাহ! আমাকে একা ছেড়ো না
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
হে আল্লাহ! আমি তোমার সাথে সাক্ষাৎ পছন্দ করি
সেই একই সাক্ষাৎ যা নবী মূসাকে (আ.) দাঁড়াতে ও শ্বাস নিতে অক্ষম করেছিল
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যিনি বিশ্বজগতের প্রভু
হে আল্লাহ! আমাকে বিশুদ্ধরূপে গ্রহণ করো।”
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সন্ত্রাসী হামলায় ইরানের এই প্রভাবশালী শীর্ষ জেনারেল নিহত হন। ওয়াশিংটনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের অঙ্গীকার করেছে তেহরান।
CoinWan Latest Banlga Newspaper