প্রভাসের সঙ্গে অনুষ্কার প্রেমের গুঞ্জন নিয়ে কিছু দিন আগে পর্যন্ত সরগরম ছিল বলিউড। তবে বিশেষ সূত্র থেকে জানা গিয়েছিল, সে কেমিস্ট্রিতে ভাটা পড়েছে সম্প্রতি। এখন নাকি দেবসেনা ওরফে বাহুবলীর অনুষ্কা শেট্টির মন মজেছে এক ভারতীয় ক্রিকেটারে। সর্বভারতীয় বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গিয়েছে এমনটাই।
Read More News
জানা গেছে, তিনি উত্তর ভারতের ক্রিকেটার। কিন্তু দক্ষিণের হয়ে রনজি খেলেন। তবে তার সম্পর্কে কোনও কথা ফাঁস করেননি অনুষ্কা। এমনকী এই ক্রিকেটারের নামও জানা যায়নি। ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই!
শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পটৌডী, বিরাট-অনুষ্কা, জাহির-সাগরিকাএবং হালফিলে হার্দিক-নাতাশার পর কি আরও এক বার ক্রিকেট-বলিউড জুটি পেতে চলেছেন নেটাগরিকরা?
CoinWan Latest Banlga Newspaper