একবার সন্তানকে প্রকাশ্যে বুকের দুধ পান করিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন বলিউডের নায়িকা লিসা হেইডেন। এরপর অনেকটা দিন নিরবেই কেটেছে তার। তবে হঠাৎ করেই একটা খুশির খবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি।
Read More News
সম্প্রতি জানা যায়, গোপনে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন লিসা হেইডেন। আর একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দ্বিতীয় ছেলের জন্মের খবরটা একটু দেরীতে হলেও জানালেন তিনি। নিজের ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের ছবি সম্প্রতি প্রকাশও করেছেন তিনি। ছবিতে দেখা যায়, ছোট্র ভাইয়ের হাত ধরে ছবি তুলছে লিসার বড় ছেলে। তবে দুই ছেলেকে একসঙ্গে দেখা গেলেও সেখানে লিসাকে দেখা যায়নি। বর্তমানে দুই ছেলে লিও এবং জ্যাককে নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিসা।
CoinWan Latest Banlga Newspaper