প্রিয়াঙ্কা চোপড়াকে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেলেও এবছরের অস্কারে মঞ্চে দেখা যায়নি। সোমবার সকালেই বলিউড তারকা পোস্ট করেছেন অস্কারের মঞ্চে তোলা তার পুরনো ছবি। লিখেছেন, আমি থাকব না অনুষ্ঠান মঞ্চে। কিন্তু আপনাদের সাথে দেখব অনুষ্ঠানের খুঁটিনাটি।
২০১৬-১৭, পরপর দু’বছর মঞ্চ আলোকিত করেছিলেন প্রিয়াঙ্কা। ২০১৭-য় তার গায়ে ছিল ডিজাইনার রালফ রুশোর স্ট্র্যাপলেস পোশাক। ২০১৬-য় তিনি রূপসী জোহার মুরাদের উজ্জ্বল গাউনে। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘স্মৃতির ছোট্ট ঝলক। কোনটা আপনাদের বেশি মন কেড়েছে?’
অস্কারের মঞ্চে দেখা না গেলেও গ্র্যামিতে খোলামেলা পোশাকে ঝড় তুলেছেন আন্তর্জাতিক তারকা। সঙ্গে ছিলেন জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য এবং তার স্বামী নিক জোনাস।
Read More News
প্রিয়াঙ্কা চোপড়াকে শেষ দেখা গেছে জোনাস ব্রাদারের সাম্প্রতিক সিঙ্গলস What A Man Gotta Do-তে। এছাড়া, সোনালি বসুর দ্য স্কাই ইজ পিঙ্ক-এর পর প্রিয়াঙ্কা ব্যস্ত নেটফ্লিক্সের ‘উই ক্যান বি হিরোস’ নিয়ে। যার পটভূমিকায় অরবিন্দ আদিগার দ্য হোয়াইট টাইগারের গল্প। তার সঙ্গে আছেন রাজকুমার রাও
CoinWan Latest Banlga Newspaper