শুক্রবার ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান জুটির প্রথম ছবি ‘লাভ আজ কাল’। ছবিটি ফিল্ম সমালোচকদের মন জয় করতে না পারলেও বক্স অফিসে দুরন্ত ব্যবসা করেছে।
এদিকে কার্তিকের একক সিনেমা হিসেবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি। এর আগে এই অভিনেতার ‘পিয়ার কি পাঞ্চনামা’ প্রথম দিনে ৯২ লাখ রুপি আয় করে। এরপর ‘সোনু কি টিটু কি সুইটি’ ৬ কোটি ৪২ লাখ রুপি, ‘পিয়ার কি পাঞ্চনামা-২’ ৬ কোটি ৮০ লাখ রুপি এবং ‘লুকা ছুপি’ ৮ কোটি ১ লাখ রুপি, ‘পাতি পাত্নি অউর ওহ’ ৯ কোটি ১০ লাখ রুপি আয় করে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পাওয়া সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের ‘লাভ আজ কাল’ প্রথম দিনে আয় করেছিল ৮ কোটি ২ লাখ রুপি। ছবিটি পুরো বিশ্বে আয় করতে পেরেছিল ১১৬ কোটি ২২ লাখ।
Read More News
ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর জানিয়েছেন, এই ছবির কম্বাইনড এফেক্ট হবে। যেহেতু যুব প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি এই ছবি। ছবির প্রোমোশনে অনেক পরিশ্রম করেছে গোটা টিম।
CoinWan Latest Banlga Newspaper