নোরা ফতেহি ২৮-এ পা দিলেন। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছার বন্যা। তাঁর ডান্স মুভে পাগল সিনেপ্রেমীরা। পারফরম্যান্সে আগুন জ্বালান তিনি। অনেকেই তাঁকে ‘ক্যুইন অব ডান্স’ বলে ডাকতে শুরু করেছেন।
Read More News
এই বিশেষ দিনে নোরাকে শুভেচ্ছা জানাতে তাঁরই ছবি ও নাচের ভিডিয়ো শেয়ার করছেন নেটিজেনরা। বলি অভিনেত্রী যখনই সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিয়ো পোস্ট করেছেন, তখনই তার ভিউজ কয়েক লাখ পেরিয়েছে। ‘দিলবর’, ‘ও সাকি সাকি’, ‘গরমি’-র মতো নানা গানের নাচে তাঁর পারফরম্যান্স দর্শকদের মন ছুঁয়েছে। সম্প্রতি স্ট্রিট ডান্সার থ্রিডি-তে তাঁর নাচের তারিফ করেছেন সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
এই বিশেষ দিনে নোরার ভক্তদের জন্য রইল তাঁর দুর্দান্ত কয়েকটি বেলি ডান্স পারফরম্যান্সের ভিডিয়ো…
CoinWan Latest Banlga Newspaper