সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব।
তিনি জানান, আজ রাত ১২ টার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা অব্যাহত থাকবে।
Read More News
এর আগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য সব রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।
এছাড়া আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
CoinWan Latest Banlga Newspaper