চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাস আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতালিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে, এছাড়াও স্পেন, ফ্রান্স ও ইরানেও তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।
Read More News
এতদিন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ হিসেবে সর্দি, জ্বর, কাশি, শ্বাস কষ্টের লক্ষণ দেখা যাচ্ছিল, তার সঙ্গে এবার আরও দুটি লক্ষণ যোগ হয়েছে। সেগুলো হচ্ছে ঘ্রাণশক্তি ও জিহ্বার স্বাদ শক্তি লোপ পাওয়া। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ব্রিটিশ গবেষক দল নতুন এই লক্ষণের কথা জানিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্দি, হাঁচি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা ছাড়াও করোনায় আক্রান্তরা ঘ্রাণশক্তিহীন হয়ে পড়েন। কোনও বস্তুর ঘ্রাণ পান না তারা। সেই সঙ্গে তাদের জিহ্বার স্বাদ শক্তিও কমে যায়।
ফ্রান্সের স্বাস্থ্য সেবার প্রধান জেরোমি সালমন বলেন, যাদের নাক বন্ধ নয় বা এ রকম কোনও রোগ নেই কিন্তু হঠাৎ করে কিছুর ঘ্রাণ পাচ্ছে না, তারা এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে ব্যাপকহারে করোনায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আক্রান্ত অনেকের অন্যসব লক্ষণ নেই কিন্তু তারা ঘ্রাণশক্তি হারাচ্ছেন।
CoinWan Latest Banlga Newspaper