করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী মে মাস পর্যন্ত গ্যাসের বিল এবং এপ্রিল পর্যন্ত বিদ্যুতের বিল দেরিতে পরিশোধ করা হলেও বিলম্ব জরিমানা দিতে হবে না গ্রাহকদের।
রবিবার সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
Read More News
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে যেতে হয়। এটি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই আবাসিক গ্যাস বিল পরিশোধের নির্ধারিত সময়সীমা শিথিল করা হয়েছে। আবাসিক গ্রাহকরা কোন ধরণের সারচার্জ বা বিলম্ব মাশুল ছাড়া গত ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের গ্যাস বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল মাসের বিল পরিশোধে বিলম্ব মাশুল দিতে হবে না। অর্থাৎ মে মাসের সুবিধাজনক সময়ে এ তিন মাসের বিল দেয়া যাবে।
উল্লেখ্য, দেশে ৪০ লাখ গ্রাহক আবাসিকে গ্যাস সংযোগ ব্যবহার করছেন। আর দেশের ৯৬ ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎসেবার আওতায় এসেছে।
CoinWan Latest Banlga Newspaper