২০১২ সালের ২৬ মে বাংলাদেশি এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল ফেসবুক স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কভিড-১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’
Read More News
তিনি আরও লিখেছেন, আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারী আকারে রোগটি দীর্ঘ হতে চলেছে। আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার। প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্ক সৃষ্টিকারী সব ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে এগুলো পরিহার করুন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চিকিৎসাধীন ও কোয়ারেন্টানে আছেন বলে জানিয়েছেন ফেসবুক পোস্টে।
CoinWan Latest Banlga Newspaper