স্পেনের রানী ‘লেতিজিয়া’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি করোনা আক্রান্ত এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার দেহে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রানী ‘লেতিজিয়া’ ও রাজা ষষ্ঠ ফিলিপ সহ রাজপরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করা হয়েছে।
Read More News
গত শুক্রবার মাদ্রিদে আয়োজিত এক অনুষ্ঠানে সমতামন্ত্রী আইরিন মন্টেরোর সঙ্গে সাক্ষাৎ করেন রানী লেতিজিয়া। এক ছবিতে তাদের একে অপরের গালে চুমু খেতে দেখা গেছে। স্পেনের সংস্কৃতিতে কুশল বিনিময়ের অংশ হিসেবে এধরনের চুমুর প্রচলন রয়েছে। এর দিন কয়েক পরেই প্রথম করোনা আক্রান্ত স্প্যানিশ মন্ত্রী হিসেবে সনাক্ত হন ‘মন্টেরো’।

এ খবর প্রকাশের পরপরই রাজ পরিবারের সবাইকে পরীক্ষা করা হয়। খুব শিগগিরই পরীক্ষার ফলাফল জানা যাবে। বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজা।
CoinWan Latest Banlga Newspaper