করোনাভাইরাস উৎপত্তিস্থল চীনের উহান শহর করোনা মুক্ত ঘোষণা করেছে। করোনাভাইরাসের সংক্রমণের শিকার হওয়া নতুন রোগী শনাক্তে অভিনব ব্যবস্থা নিয়েছে চীন সরকার। সম্প্রতি দেশটির কিছু পুলিশ অফিসারকে নতুন হেলমেট দিতে শুরু করেছে চীনের কমিউনিস্ট সরকার।
Read More News
চীন সরকার পুলিশ কর্মকর্তাদের কিছু অত্যাধুনিক হেলমেট সরবরাহ করছে। হেলমেট কিছু স্মার্ট ফিচার রয়েছে। এর মাধ্যমে পুলিশ অফিসাররা থার্মাল ইমেজ দেখতে পাবে। এতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে। নতুন এই স্মার্ট হেলমেটের মাধ্যমে মানুষের দিকে তাকালে তার শরীরের তাপমাত্রা দেখে নেওয়া যাবে, যা দেখে সামনের ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কি না, বুঝে নিতে পারবেন পুলিশ কর্মকর্তা।
চীন কর্তৃপক্ষ ইতোমধ্যে এ হেলমেট ব্যবহার শুরু করেছে। হেলমেটটি রাস্তায় গাড়ির রেজিস্ট্রেশন প্লেট চিনতে সাহায্য করবে।
চীনে প্রভাবশালী সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ বিষয়টি নিয়ে একটি ভিডিও ও খবর প্রকাশ করেছে। টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির সেনঝেনের রাস্তায় হেলমেট পরা পুলিশ সদস্যদরা দায়িত্ব পালন করছেন।
খবরে বলা হয়েছে, মানুষের শরীরে কী পরিমাণ তাপমাত্রা রয়েছে তা এই হেলমেটের মাধ্যমে দেখে নেয়া যাবে। হেলমেট পরা থাকলে সামনের ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমিত কি না বোঝা যাবে।
CoinWan Latest Banlga Newspaper