সোমবার (২ মার্চ) করোনা প্রসঙ্গে ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেরও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এতো তাপমাত্রা নেই। গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি কোলাকুলি, হ্যান্ডশেক পরিহার করতে অনুরোধ করেন।
Read More News
সেব্রিনা মীরজাদী ফ্লোরা জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত। তিনি বলেন এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কারো মাঝেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।
চীন, জাপান, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসলে হোম কোয়ারন্টাইনে থাকার আহবান আইইডিসিআরের। অত্যাবশক না হলে বাসার বাইরে না যাওয়ার পরামর্শ। গেলে মাস্ক ব্যবহার করতে হবে।
CoinWan Latest Banlga Newspaper