ফেসবুকের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এবিএম রেজা নামে এক প্রকৌশলীকে তার গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার প্রকৌশলী এবিএম রেজা তার ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোষ্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনা আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।
Read More News
প্রকৌশলী এবিএম রেজার এই পোষ্ট নিয়ে স্থানীয়ভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটককৃত এবিএম রেজা উপ-সহকারী প্রকৌশলী হিসাবে সাতকানিয়া পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোষ্ট দিয়েছিলেন।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এই প্রথম কাউকে আইনের আওতায় আনা হলো। গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে সরকারি বিভিন্ন দফতর থেকে প্রচারণা চালানো হচ্ছিলো।
CoinWan Latest Banlga Newspaper