করোনাভাইরাসের কারণে লকডাউনের জেরে দেশজুড়ে যখন চরম অস্থিরতা, তখন এমন একটা ঘটনা নিঃসন্দেহে বিড়ম্বনা বাড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে বলিউডের অভিনেত্রী টুইঙ্কল খান্না জানিয়েছেন তাঁর পা ভেঙেছে।
তবে কী ভাবে তাঁর পায়ের পাতা ভেঙেছে, সে বিষয়ে ভক্তদের কিছু জানাননি লেখক-অভিনেত্রী। রবিবার সকালে লকডাউনের মধ্যে নিজে গাড়ি চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান অক্ষয় কুমার।
শনিবারই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার। এই দুঃসময়ে অক্ষয়ের এই পদক্ষেপে খুশি নেটিজেন। খুশি তাঁর স্ত্রী টুইঙ্কলও।
CoinWan Latest Banlga Newspaper
