যুক্তরাজ্য থেকে শেষ দুটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৩ জন প্রবাসী। এদের মধ্যে ৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে দেয়া হলেও ব্রিটিশ পাসপোর্টধারী ৯ জনকে নেয়া হয়েছে আশকোনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
বিদেশি পার্সপোর্টধারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। তাই স্বজন ছেড়ে ফিরতে হলো আশকোনার হজ ক্যাম্পে।
Read More News
এরপর দুপুরে আরো ১৩ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে ম্যানচেস্টার ফেরত আরেকটা বিমান। যেটি ছিলো বন্ধের আগে ঢাকা যুক্তরাজ্যের শেষ বিমান যোগযোগ।
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল ছিলো ঠিক উল্টো চিত্র। তাদেরও জন্মভূমি বাংলাদেশ। কিন্তু পেয়েছেন মার্কিন নাগরিকত্ব। প্রিয়জনকে ছেড়ে দুর পরবাসের এ যাত্রায় তাদের দীর্ঘ লাইন। শেষ সময়ে বিদায় যেন শেষই হয় না।
যেখানে বিশ্বের সবচাইতে বেশি আক্রান্ত, সেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কিসের এত তাড়া? কেউ কেউ অবশ্য অকপটেই বললেন, অন্তত উন্নত চিকিৎসার ভরসাটুকু আছে।
সেই সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তা সহ দেশটির নাগরিকরাও এই বিমানে নিজ দেশে ফিরতে লাইন ধরেছেন। যাদের বিদায় জানান মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলার। বিমানে ৪২৩ জন যাত্রীর সাথে ফিরছে ৯টি পোষা কুকুরও।
CoinWan Latest Banlga Newspaper