প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। তবে এই মহামারিটি এখনো কিছু দেশ ও অঞ্চলে পোঁছায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে। তবে এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয়ায় সেসব দেশে করোনা শনাক্ত হয়নি। তবে দেশগুলোতে ভাইরাসের উপস্থিতি থাকতে পারে।
দেশগুলো হলো ওশেনিয়া মহাদেশের সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।
Read More News
এশিয়া মহাদেশের ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তান। আফ্রিকা মহাদেশের বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরালিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা এবং লেসেথো।
CoinWan Latest Banlga Newspaper