হোম কোয়ারেন্টাইন না মেনে ঘোরাঘুরি করলে ব্যবস্থা

করোনাভাইরাস আতঙ্কে সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সরকারের নির্দেশনায় দেশব্যাপী যানবাহন চলাচলসহ নিত্যপণ্য দ্রব্যের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ করা হয়েছে।

তবে এই নিষেধ উপেক্ষা করে যারা ঘর থেকে অযথা বের হচ্ছেন কিংবা অকারণে বাইরে ঘোরাঘুরি করছেন, তাদেরকে শাস্তির আওতায় আনছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হোম কোয়ারেন্টাইন না মেনে অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবস্থা নেবে।
Read More News

মন্ত্রী বলেন, রাস্তায় যারা বের হচ্ছেন, তাদের নিষেধ করবেন যেন রাস্তায় বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন। অহেতুক যেন জনসমাগম না হয়। সেগুলো সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। সবার প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *