ইরফানের মৃত্যুতে হলিউডের শোক প্রকাশ। তাঁর মৃত্যুতে তেমনই হলিউডও জানিয়েছে এই প্রতিভাবান অভিনেতাকে তার কুর্নিশ। হলিউড অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান লিখেছেন, ‘ইরফানের পরিবারের প্রতি ভালোবাসা রইল’ ন্যাটালি পোর্টম্যানের সঙ্গে ইরফানকে দেখা গিয়েছিল মীরা নায়ারের ছবি New York I Love You।

শোক প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও। সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাত্কারে অ্যাঞ্জেলিনা বলেছেন, ‘ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আ মাইটি হার্ট ছবিতে। শিল্পী হিসেবে ওঁকে আলাদা করত ওঁর ঔদার্য। যে কোনও দৃশ্যে ওঁকে অভিনয় করতে দেখা এক দারুণ অভিজ্ঞতা। ওঁর কমিটমেন্টের ইনটেনসিটি এবং ওঁর হাসি মুখ কখনও ভোলার নয়। আমি এই দুঃসময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি।’

তাঁর মৃত্যুতে শোকবার্তা ট্যুইট করেছেন জুরাসিক ওয়ার্ল্ডের সহ অভিনেতা ক্রিস প্র্যাটও। তালিকায় রয়েছেন স্লামডগ মিলিওনেয়ারের পরিচালক, ড্যানি বয়েল। তিনি বলেন, ‘স্লামডগ মিলিওনেয়ার তৈরিতে এক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইরফান। অসাধারণ অভিনেতা ছিলেন। যদিও কাগজে কলমে ওঁর চরিত্র দীর্ঘ ছিল না, কিন্তু অসামান্য দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন।’
Read More News
ইনস্টাগ্রামে শোক জানিয়েছেন অভিনেত্রী সালমা হায়েকও। ইরফানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইরফানের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। ওঁর বড় ভক্ত ছিলাম। ওঁর সঙ্গে দেখা করারও সৌভাগ্য হয়েছিল আমার। দুরন্ত অভিনেতা এবং একজন অসাধারণ মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি প্রার্থনা করি।’
CoinWan Latest Banlga Newspaper