কানাডার নোভা স্কশিয়া প্রদেশে পুলিশ সেজে গুলি চালিয়ে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জনকে হত্যা করেছে একজন বন্দুকধারী। ১২ ঘণ্টা ধরে চলা রুদ্ধশ্বাস অভিযানের পর গাড়ি ধাওয়া করে হামলাকারীকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী। পুলিশের গুলিতে পরে নিহত হন হামলাকারী।
নোভা স্কশিয়ার গ্রামীণ শহর পোরটাপিকে শনিবার ঐ হামলার ঘটনার সূত্রপাত। নোভা স্কশিয়ার পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান, তার বয়স ৫১ বছর।
সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গাড়ির মত দেখতে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিল।
রোববার পুলিশ জানায়, হামলাকারী নোভা স্কশিয়ার বিভিন্ন জায়গায় গুলি চালায়। পুলিশ আশংকা করছে নিহতের সংখ্যা বাড়তে পারে।
Read More News
এই প্রদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ংকর ঘটনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন।
নিহতের মধ্যে রয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কনস্টেবল আরসিএমপি হেইডি স্টিভেনসন, যিনি দেশটির পুলিশ বিভাগে ২৩ বছর যাবৎ কাজ করছেন।

বন্ধুকধারী দন্ত চিকিৎসার সরঞ্জাম তৈরির কাজ করতেন। গতকাল একটি গাড়িতে করে পুলিশের পোশাকে হামলা চালান বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়ির মতো ছিল।
CoinWan Latest Banlga Newspaper