বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর আবারো বিয়ে করছেন। সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেন কারিশমা। কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে ২০১০ সালে সংসার ছেড়ে বেরিয়ে আসেন তারপর ডিভোর্স।
Read More News
এবার শোনা যাচ্ছে একাকী জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি এই অভিনেত্রী। তবে সন্দীপ তোশিওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। কিন্তু ৪৫ বছরের কারিশমা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উড়ছে। এদিকে গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়। তারো দুই মেয়ে রয়েছে।
ডিভোর্স কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন। বলেছিলেন, আমার টাকা দেখেই তো বিয়ে করেছে কারিশ্মা ও আমায় ভালবাসে নাকি ও তো অভিষেককে ভালবাসে। এই অপমান মানতে পারেননি অভিনেত্রী। তারপর ডিভোর্স।
CoinWan Latest Banlga Newspaper