চিত্রনায়ক হেলাল খানের বাবা আলহাজ্ব মাওলানা আব্দুন নূর খান করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ সকাল ১১ টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইইন্না-লিল্লাহি রাজিউন)।
Read More News
সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান তার বাবার অসুস্থতার কথা জানান। সেই পোস্টে তিনি লিখেন, আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন হেলাল খানের বাবা। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি করোনায় আক্রান্ত। তবে তারা দু’জন অনেকটা সুস্থতার পথে। হেলাল খান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন বলেও জানান।
জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি প্রভৃতি।
CoinWan Latest Banlga Newspaper