ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ৬ চিকিৎসক হলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসঃ) ডাঃ হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডাঃ উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডাঃ কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডাঃ মুহাম্মদ ফজলুল হক।
Read More News
গত ৯ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসাপাতারের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি দিয়ে জানান যে, এই ছয় চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান অপারগতা প্রকাশ করছেন। এছাড়া চিকিৎসক, নার্স, কর্মচারিগণ অনেকেই যোগদান করেন নাই বলেও চিঠিতে জানো হয়। এর প্রেক্ষিতে আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বেলাল হোসেন সাক্ষরিত আলাদা দুটি আদেশে সংশ্লিষ্ট ৬ চিকিৎসককে বরখাস্তের কথা জানানো হয়।
CoinWan Latest Banlga Newspaper