রোববার রাতে রাজধানীর জুরাইন মুন্সিবাড়ি ঢালে প্রধান সড়কের পাশে দীর্ঘক্ষণ পড়েছিল এক ব্যক্তির লাশ। স্থানীয় লোকজন দেখলেও করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে কেউ তার কাছে যায়নি। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় দেখা দেয় আতংক।
পরে খবর পেয়ে গভীর রাতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশ ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Read More News
পুলিশ কর্মকর্তা জানান, নিহতের কাছে ফোন নাম্বারে থানা ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম নাসির উদ্দিন (৬৬) এক ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ কর্মকর্তা জানান, নাসির উদ্দিনের বাসা কমদতলীতে। তিনি ফুটপাতে ছোটখাটো ব্যবসা করতেন। দুপুরে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরা হলো না নাসির উদ্দিনের।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কর্মকর্তা জানান, নাসির উদ্দিন এর আগেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার দেহের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা ধারণা করছেন। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper