বাংলাদেশে করোনা আকান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ৩০৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Read More News
বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩ টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৫ লাখ ৬৫ হাজার ৫৭ জনের শরীরে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৭২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৬ হাজার ২৪১ জন।