লকডাউনের মধ্যেই বাবার সঙ্গে শেষ দেখা করতে দিল্লি থেকে মুম্বই যাচ্ছেন ঋষি কপূরের একমাত্র মেয়ে রিধিমা কাপুর। বিবাহসূত্রে দিল্লিতে থাকেন তিনি।

চার্টার্ড প্লেনে মুম্বই যাওয়ার অনুমতি চাইলেও তা না মেলায় গাড়ি করেই আসছেন রিধিমা। দিল্লি থেকে মুম্বইয়ের দুরত্ব ১৪০০ কিমি। আসতে সময় লাগে প্রায় ১৮ ঘন্টা। কিন্তু বাবাকে শেষবারের মতো কাছ থেকে দেখতেই এই সিদ্ধান্ত তাঁর।
ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেছেন রিধিমা। তিনি লিখেছেন, “পাপা, তোমায় ভালবাসি। তুমি তো আমার সাহসী যোদ্ধা। ভাল থেকো। তোমার মুস্ক”।
Read More News
এ দিকে ইতিমধ্যেই যে হাসপাতালে ঋষি ভর্তি ছিলেন সে খানে সাইফকে নিয়ে পৌঁছে গিয়েছেন ঋষি কাপুরের ভাইঝি কারিনা কাপুর খান।
কাপুর পরিবারের হবু পুত্রবধূ আলিয়া ভাট ও গিয়েছে হাসপাতলে। যদিও কাপুর পরিবারের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য এ সময় ঋষিকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই যাতে ভিড় না জমান সে আবেদনও করা হয়েছে।

CoinWan Latest Banlga Newspaper