করোনাভাইরাসের কারণে বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের অনুমতিক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদ আরও এক সপ্তাহর জন্য বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বলবৎ থাকবে।
Read More News
এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়। এই নিষেধাজ্ঞা ১৪ তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। পরের ধাপে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।
CoinWan Latest Banlga Newspaper