ভারতেও চলছে জনতা কার্ফু। দেশটির তারকারাও ঘরে বন্দী হয়ে সময় পার করছেন।
কেউ কবিতা লিখছেন, কেউ ছবি আঁকছেন, কেউ বা গাইছেন, নাচের তালে ভিডিওতে মাতাচ্ছেন ভক্তদের। দক্ষিণের ও বলিউডের আবেদনময়ী নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ উত্তেজনা ছড়ালেন বিকিনি পরা ছবিতে৷
অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ লকডাউনের কারণে গৃহবন্দি। সেটা স্মরণ করিয়ে দিতে একের পর এক পুরনো দিনের ছবি শেয়ার করে চলেছেন ইলিয়ানা। এবার ফিজি দ্বীপের একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন এই অভিনেত্রী।
Read More News
ফিজির টার্টল আইল্যান্ডে তোলা সেই ছবিতে দেখা গেছে, সাদা বিকিনি পরে পিছন ফিরে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে ইলিয়ানা। আর এই ছবি ঘিরে ঈষৎ উষ্ণতার ছোঁয়া নেট দুনিয়ায়। এর আগেও একবার সমুদ্রপাড়ের এক শহরে অবসরযাপনের ছবি শেয়ার করে নেট দুনিয়ার উষ্ণতার বাড়িয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ।
বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। বরফি, ফাটা পোস্টার নিকলা হিরো, রুস্তম, রেইড। আর সম্প্রতি পাগলপান্তি ছবিতে অনিল কাপুর, জন আব্রাহাম, সৌরভ শুক্লা, উর্বশী রউতেলা, কীর্তি খারবান্দার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে ইলিয়ানাকে।
CoinWan Latest Banlga Newspaper