সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন ডক্টর জাবেদ পাটোয়ারী

বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রস্তাব রিয়াদে পাঠানো এবং তাতে সম্মতি আদায়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অল্প আগে তার পিআরএল স্থগিত করে নতুন নিয়োগের আদেশ জারি হয়েছে।
Read More News

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিনবছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিক্তিক নিয়োগ প্রদানের নিমিত্তে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হলো। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে ২০১৮ সালের ৩১ জানুয়ারি জাবেদ পাটোয়ারীকে আইজিপি পদে নিয়োগ দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *