করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৩ দিন ধরে হোটেল মালিকরা তাদের হোটেল বন্ধ রাখার কারণে বেকার হয়ে পড়েছে জেলার শত শত হোটেল শ্রমিক। ফলে কর্মহীন ও খাদ্য সামগ্রী না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে এসব হোটেল শ্রমিকরা।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের নিরব-২ হোটেলের সামনে অনাহারে ও অর্ধাহারে দিন কাটানো এসব শ্রমিকরা খাদ্য সামগ্রী না পাওয়ায় পেট দেখিয়ে বিক্ষোভ করে। শহরে প্রায় ৮৫০ জন হোটেল শ্রমিক রয়েছে।
সব হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কাজ বন্ধ, ফলে বাসায় বেকার বসে থেকে মানবেতর জীবন যাপন করছে তারা। ১৩ দিন ধরে হোটেল বন্ধ থাকায় তারা কোথাও থেকে কোনও প্রকার সহায়তা পায়নি।
এবিষয়ে হোটেল শ্রমিক জানান, ‘হামরা কি মানুষ নাহায়, হামার পেট কি খায় না, হামরা পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি । সবাইকে সরকার ও চেয়ারম্যান নেতারা খাবার দেয় সহযোগিতা করেছে হামারলাক কাহো সহযোগিতা করে না। হামরা করোনায় নাহায় না খায় মরিমো যদি হামার লার কোন ব্যবস্থা না করে।’
Read More News
পঞ্চগড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ে অনেক হোটেল শ্রমিক বেকার হয়ে পড়েছে। আমরা কাজ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছি।
CoinWan Latest Banlga Newspaper