শুক্রবার সকালেই বলিউডের অন্দরে ঢুকে পড়ল আরও এক খারাপ খবর ৷ হিন্দি সিনেমা হারাল আরেক প্রবাদপ্রতীম মানুষকে ৷ গীতিকার যোগেশ গৌর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। বলিউডে এই খারাপ সময়ে নতুন করে শোকের ছায়া নামলো।
সঙ্গীতপ্রেমী মানুষেরা হয়তো কখনই ভুলতে পারবে না আনন্দ ছবির মুকেশের গলায় গাওয়া গান ‘কহি দূর যব দিন ঢল যায়ে ’ সলিল চৌধুরীর সুরে সে গান আজও একই রকম ম্যাজিক তৈরি করে দিয়ে যায় ৷ সেই গানেরই শব্দের জাদুকর যোগেশ গৌর প্রয়াত হলেন ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। লতা মঙ্গেশকরও স্মরণ করেছেন তাঁকে। তবে গায়ক শান একেবারেই অন্য ভাবে জানালেন শ্রদ্ধা।
Read More News
শান আজ তাঁর ইনস্টাগ্রাম পেজে লাইভে এসে গাইলেন যোগেশজির লেখা কিছু গান। শানের বাবার অনেকদিনের বন্ধু ছিলেন তিনি। সেই সূত্রে যোগাযোগ তো ছিলই। পরবর্তী কালে গায়ক সূত্রেও কাছে আসেন তাঁরা। আজ তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন শান। তবে লাইভে এসে একের পর গান গেয়ে শ্রদ্ধা জানালেন শান। লাইভে তাঁর সঙ্গে যোগ দিলেন বলিউডের আরও অনেকে।
১৯৭০ সালে তাঁর হাতে তৈরি হয়েছিল হিন্দি ছবির অনেক জনপ্রিয় গান ৷ যেমন, মিলি, রজনীগন্ধা, এক ছোটি সি বাত-এর মতো ছবিতে তাঁর গান মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমী মানুষদের ৷ মূলত, পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবির জন্যই গান লিখতেন যোগেশ ৷
গীতিকার যোগেশের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন লতা মঙ্গেশকরও ৷ তিনি লিখেছেন, ‘যোগেশের লেখা গানে আমিও গান গেয়েছি ৷ তাঁর লেখা গানগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো’
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper