করোনা লকডাউনের মধ্যে একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে বিনোদন জগতে। মাত্র ৪২-এই চলে গেলেন অভিনেতা সাই গুন্দেওয়ার। পিকে-তে আমির খানের সহ-অভিনেতা ছিলেন সাই।
এছাড়াও মরাঠি ও বলিউডে পরিচিত নাম তিনি। বেশ কিছুদিন ধরেই ব্রেন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসেই তাঁর প্রথম ব্রেন সার্জারি হয়।
Read More News
এরপর সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। পিকে ছাড়াও রক অন, লভ ব্রেক আপ জিন্দেগি ইত্যাদি সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। স্প্লিটস ভিলা সিজন ৪-এ ছিলেন সাই।
মরাঠি ছবি এ ডট কম মমেও তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যু মরাঠি চলচ্চিত্র জগতের বিশাল ক্ষতি।
ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন অনেক তারকা। শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখও।
CoinWan Latest Banlga Newspaper