দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়ালো

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২০ হাজার ৬৫ জন।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৯৮ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৩ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৫৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন।

গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৫৪৯ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮ হাজার ৪৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।
Read More News

শুক্রবার (১৫ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় চলমান এ ছুটি আরেক দফা বাড়ি ৩০ মে পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে এ আদেশ জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *