সেলেব্রিটিদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের মনে তুমুল কৌতূহল থাকে, আর তারকারা নিজেরা সেটা সবচেয়ে ভালো জানেন। তাই তাঁরাও সযত্নে রক্ষা করে চলেন তাঁদের পাবলিক ইমেজ। এমনকী তাঁদের সোশাল মিডিয়া পাতা হাঁটকালেও খুব ব্যক্তিগত মুহূর্ত খুঁজে পাওয়া দায়। যখন তাঁরা বাগান করেন বা বাসন মাজেন, তখনও মুখে থাকে হালকা প্রসাধনের পরত, চুল সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। কিন্তু তাদের সবাইকে মাঠের বাইরে পাঠাতে পারেন করিনা কাপুর খান।
লকডাউন চলাকালীন করিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে সব ছবি পোস্ট করছেন, তা দেখলে বোঝা যায়, নিজেকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই বেগমসাহেবার।
Read More News
করিনা কাপুর খান ৷ বলিউডের এই হট নায়িকা প্রমাণ দিয়েছেন, এক সন্তানের মা হয়েও কীভাবে থাকা যায় ফিট ৷ তাই তো তৈমুর জন্মানোর পরই একেবারে নিজের শেপে ফিরে গেছেন করিনা ৷ সেই যেন জব উই মেটের হট বেবো !
লকডাউনের বাজারে করিনার এক ফিটনেস ভিডিও দুম করে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে করিনা প্রমাণ দিলেন, ইচ্ছে থাকলে সব হয় ! যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, জিম বিকিনিতে আগুন ঝড়াচ্ছেন নায়িকা ৷ তাঁর সূর্য নমস্কার দেখলে হতবাক হয়ে হয় ৷
https://www.instagram.com/p/CAIGBAmFoax/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
CoinWan Latest Banlga Newspaper