প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। বিশ্বব্যপী ছড়িয়ে পড়া এ মহামারি প্রতিরোধ করে বাংলাদেশ আবার মাথা উচু করে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আজ রোববার (১০ মে) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৭টি প্রতিষ্ঠানকে ত্রাণ সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
Read More News
প্রধানমন্ত্রী বলেন, ভয় পেলে চলবে না, সবাইকে মনোবল ধরে রাখতে হবে। সেইসাথে, বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি। অসুখ-বিসুখ হলে মানুষকে মনে সাহস রাখতে হবে। শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসকল নির্দেশনা দিয়েছে সকলকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে।
তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা। কোন বড় জায়গায় এক সাথে না হওয়া এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রামিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন কোনো কিছু করা যাবে না।
CoinWan Latest Banlga Newspaper