মা হচ্ছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। লকডাউনের মধ্যেই খুশির খবর দিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খুশির খবর দেন অঙ্কিতা। শিগগিরই মা হচ্ছেন অঙ্কিতা, ওই খবর পাওয়ার পরই উচ্ছ্বিসত হয়ে ওঠেন তাঁর ভক্তরা। অভিনেত্রীকে ভালবাসা জানাতে শুরু করেন তাঁরা।
অঙ্কিতা জানান, আগামী সেপ্টেম্বরে ছোট্ট অতিথি হাজির হবেন তাঁর এবং স্বামী সৌমিত্রর সংসারে। ফলে ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে পেরে তিনি এবং সৌমিত্র, দুজনেই খুশি বলে জানান অঙ্কিতা। অন্তর্জাতিক মাতৃ দিবসের দিনই নিজেদের জীবনের খুশির খবরকে প্রত্যেকের সামনে আনেন অঙ্কিতা।
Read More News
এদিকে লকডাউনের মাঝে গুয়াহাটিতেই আটকে পড়েন অঙ্কিতা। শ্বশুরবাড়িতেই আপাতত স্বামী এবং পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটছে তাঁর।
CoinWan Latest Banlga Newspaper