সাধারণত কোনও ফেসবুক ব্যবহারকারী মারা গেলে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করা হলে সেই অ্যাকাউন্ট রিমেম্বারিং করে ফেসবুক। সেখানে লেখা থাকে, আমরা আশা করি এটি তার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য তাকে স্মরণ করার এবং সম্মানের জন্য জায়গা হতে পারে। কিন্তু মাঝে মাঝে জীবিত ব্যক্তির অ্যাকাউন্টকেও মৃত দেখায় ফেসবুক।
শুক্রবার (৮ মে) সকাল থেকে এ সময়ের জনপ্রিয় ও আলোচিত মডেল মিস বাংলাদেশ জেসিয়া ইসলামের ফেসবুক আইডির পাশে রিমেম্বারিং দেখা যাচ্ছে। তবে ১৬ ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন।
Read More News
তবে জেসিয়ার বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। জেসিয়ার পক্ষ থেকে কিছু বলা না হলেও কেউ কেউ তার টাইমলাইনে লিখছেন তিনি ভালো আছেন। যদিও জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করে জানতে চাচ্ছেন জেসিয়ার খবর। জেসিয়া জীবিত নাকি মৃত সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
CoinWan Latest Banlga Newspaper