দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। সোমবার ( ৮ জুন) তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, জুনের তৃতীয় সপ্তাহ থেকে আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবো। পরে ফ্লাইট শুরু হওয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। প্রথমে আমরা লন্ডনে যাত্রা করবো।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
Read More News
গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে চীন বাদে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়নি এখনো।
CoinWan Latest Banlga Newspaper