দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ১৮৭ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৭ জন। ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে একজন। ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী।
এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে এক হাজার ৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৭৮ হাজার ৫২ জন।
Read More News
গত ২৪ ঘন্টায় যত নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি।
বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
CoinWan Latest Banlga Newspaper