কাপুর পরিবারের মেয়ে, নবাব পরিবারের বউ করিনা কাপুর খান বলিউডের সব থেকে জনপ্রিয় নায়িকাদের অন্যতম। করিনা সব সময় নিজেকে আলাদা করে রাখেন সব কিছু থেকে। তৈমুরের জন্মের পর তাঁর ছবির কাজ বেশ কিছুটা কমেছে। কিন্তু নিজেকে ফিট রাখাতে করিনার জুরি মেলা ভার।
Read More News
নিয়ম করে শরীরচর্চা তিনি প্রতিদিন করেন। গোটা লকডাউনে এমনকি এখনও বাড়িতেই আছেন তিনি। সইফ ও তৈমুরের সঙ্গেই কাটছে সময়। তৈমুর কখনও ছবি এঁকে। কখনও মায়ের জন্য মালা বানিয়ে। কখনও বাবার পিঠে চড়ে দুষ্টুমি করেই দিন কাটাচ্ছে। আর বেবো করছেন কখনও রূপচর্চা তো কখনও শরীরচর্চা। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তাঁর যোগার ছবি পোস্ট করেছেন। লিখেছেন, “যত বেশি শরীরকে স্ট্রেচ করানো যাবে, তত কমবে স্ট্রেস। ফিট থাকুন, ভাল থাকুন।”
https://www.instagram.com/p/CBsV0mcJdKp/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper