করোনা ভাইরাসকে আটকাতেই দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিংমল থেকে শুরু করে সোশ্যাল জমায়েত হতে পারে এমন সব জায়গা। এই গোটা সময়টা কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত। তবে শুধু তিনি নয় ঘরেই রয়েছেন বলিটাউনের প্রায় সবাই। যে যার নিজের মতো করে বাড়িতেই সময় কাটাচ্ছেন।
মাধুরী ১০০ দিন পার করলেন গৃহবন্দি অবস্থায়। তিনি তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানালেন, ঠিক কেমন আছেন তিনি । কয়েক দিন আগেই মায়ের জন্মদিন ছিল। বাড়িতেই তা পালন করেছেন অভিনেত্রী। স্বামী নেনে ও দুই ছেলে, মাকে নিয়ে কেমন কাটলো তাঁর।
Read More News
বাড়িতে নেনের সঙ্গে রয়েছেন তিনি। বাড়িতেই মাধুরী বদলে দিলেন নেনের হেয়ারস্টাইল । নেনের চুল কেটে নতুন লুক এনে দিলেন। সে কথা ইনস্টাতে জানালেন অভিনেত্রী। লিখলেন, ” ১০০ দিনের সেল্ফ কোয়ারেন্টাইন। মজার অভিজ্ঞতা হল রামের হেয়ারস্টাইল করতে গিয়ে। তবে লকডাউনে আমি একটা ভাল বিষয় শিখলাম। কি করে আত্মনির্ভরশীল হতে হয়।”
https://www.instagram.com/p/CCDGj4zHMGE/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper