প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে তার ছেলে সাগর লোহানী এ কথা জানান।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফলে কামাল লোহানীর করোনা পজিটিভ আসে।
সাগর লোহানী বলেন, শুক্রবার আমরা বাবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চালাই, কিন্তু সেখানে সিট না থাকায় বিকেলে বাবাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
Read More News
কামাল লোহানীকে (৮৬) গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
CoinWan Latest Banlga Newspaper