সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম শব্দটা আবার যেন মাথাচাড়া দিয়ে উঠল৷ একে একে বলিউডের প্রচুর অভিনেতারা মুখ খুললেন এর বিরুদ্ধে ৷ এবার নেপোটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিগ বস খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত ৷
Read More News
সোফিয়া হায়াত এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে পরিচালক ৷ আমাকে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল !’ বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া ৷ আর তার পর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার আসতে শুরু করে ৷ আমার কাছে অনেক সিনেমার অফার আসত ৷ কয়েকটাতে কাজও শুরু করেছিলাম ৷ কিন্তু একটু কাজ এগোতেই আমার সঙ্গে অভব্য আচরণ শুরু করল ছবির পরিচালক ও অন্য অভিনেতারা ৷ আমার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, যখন আমি রাজি হয়নি তখন আমার দৃশ্যগুলো এডিট করা হয়েছিল৷ শুধু তাই নয়, আমার শরীরকে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক ৷ বলা হয়েছিল আমি নাকি কলগার্ল !’

সোশ্যাল মিডিয়ায়৷ রোহিত শর্মার প্রাক্তন প্রেমিকা তিনি। রোহিত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রান করার পর তো সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি পোস্ট করেছিলেন ব্রিটিশ এই মডেল তথা অভিনেত্রী। শুধু তাই নয়। সোফিয়া বিগ বস– ৭ -এর প্রতিযোগীও ছিলেন। সেই সময় বিগ বসের আর এক প্রতিযোগী আরমান কহোলির বিরুদ্ধে তিনি মারাত্মক হেনস্থার অভিযোগও তুলেছিলেন।
গত কয়েক বছর আগে তিনি নাকি সন্ন্যাসী হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আসলে কীভাবে গোটা দুনিয়ার খবরে থাকতে হয়, তা ভালোই জানেন সোফিয়া হায়াত। কোনও না কোনও কারণে প্রায় খবরের শিরোনামে থাকেন সোফিয়া হায়াত।
CoinWan Latest Banlga Newspaper