লকডাউনের মাঝে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের কাণ্ডে অবাক হয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনা হচ্ছে, পাশাপাশি সতর্ক করেছে পুলিশ।
ছেলে তৈমুরকে নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বেড়াতে যান সাইফ-কারিনা। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তারা। প্রশ্ন উঠেছে, মাস্ক না পরে কেন সাইফ বাড়ির বাইরে গেছেন।
Read More News
সাইফ-কারিনাকে সতর্ক করে এক পুলিশ কর্মী বলেন, “ছোট বাচ্চাদের এই সময় বাইরে বের করা যাবে না।” সতর্কতা শুনে পালটা মন্তব্য করেন তারা, “বাইরে আনা যাবে না?” এর পর আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ান।
ভারতে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হলেও মহারাষ্ট্রের রেড জোনগুলোতে বাইরে বেরোনোর বিধিনিষেধ এখনো বলবত। যার মধ্যে অন্যতম মুম্বাই। বাণিজ্যনগরীতে সংক্রমণের হার বেশি হওয়ায়, সেখানেই কড়াকড়ির মাত্রাও অব্যাহত। মূলত এ কারণে তোপের মুখে পড়েছেন ‘সাইফ ও কারিনা’ জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, কারিনা-তৈমুরের মুখে মাস্ক দেখা গেলেও সাইফ কেন পরেননি। এ ঘটনায় সাধারণ মানুষ ভুল বার্তা পাচ্ছেন।

CoinWan Latest Banlga Newspaper