মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনের বিরোধের মীমাংসা করতে চান। শনিবার (২০ জুন) মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে কথা বলছি, চীনের সঙ্গে কথা বলছি। বড় সমস্যা রয়েছে ওদের মধ্যে। বিগত কয়েকদিন ধরেই সংঘাতের বিষয়ে ভারতের হয়েই কথা বলেছেন ট্রাম্প।
হোয়াইট হাউস এই সংঘাতের জন্য দায়ী করেছে চীনকে। মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও বলেছিলেন, পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করছে। অবৈধভাবে সীমান্তের জমি দাবি করছে। দক্ষিণ চীন সাগরেও তারা সামরিক কার্যকলাপ চালাচ্ছে।
এমনকি চীনের কমিউনিস্ট পার্টিকে ‘প্রতারক অভিনেতা’ বলেছিলেন পম্পেও। কিন্তু শনিবার ট্রাম্প বললেন, ওরা সংঘাতে জড়িয়েছে। আমরা ওদের সাহায্য করবো।
Read More News
এর আগেও ভারত ও চীন সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু দুই দেশ নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছিল। তারপর ভারতের ২০ সেনা নিহত হন। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ৪৩ চীনা সেনাও নিহত হয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper