ঢাকার শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের একটি লঞ্চ অর্ধশত যাত্রী নিয়ে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত দুই শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
Read More News

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ ও মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ডুবে যাওয়া ওই লঞ্চটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ইতিমধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের অন্তত ১২ জন ডুবুরি সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। সঙ্গে বিপুল সংখ্যাক স্থানীয় মানুষ সহায়তা করছে। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়া বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এখানো পৌঁছায়নি।
CoinWan Latest Banlga Newspaper