সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের অফিসিয়াল টুইটার ও ফেসবুক পেজে আফ্রিদি নিজেই জানিয়েছেন এই তথ্য।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সাবেক এই অলরাউন্ডার লিখেছেন, গত বৃহস্পতিবার থেকে শারীরিকভাবে খারাপ অনুভব করছিলাম। আমি করোনা ভাইরাস পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যজনকভাবে তার ফলাফল পজিটিভ এসেছে। সবার কাছে দোয়া প্রার্থী। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।
Read More News
পাকিস্তানে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজের প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনে’র মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাকিস্তানের বহু সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং সুরক্ষা পণ্য। নিজেই বিতরণ করেছেন ত্রাণ। মানুষকে সচেতন করতেও দেখা গেছে শহীদ আফ্রিদিকে।

CoinWan Latest Banlga Newspaper