সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তিনি চিকিৎসাধীন আছেন।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এই প্রবীন আইনজীবী কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন রোগে তিনি অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন আগেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অ্যাডভোকেট সাহারা খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। এখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারেন।
Read More News
বিপ্লব বড়ুয়া আরো জানান, দলের ত্যাগী ও প্রবীন নেতার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে সাহারা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper