করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক, সিনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিভাগের প্রধান মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
Read More News
জানা গেছে, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।
CoinWan Latest Banlga Newspaper