টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শুভশ্রী। জিৎ, দেবের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক সিনেমা করেছেন। বর্তমানে তিনি পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসারে মন দিয়েছেন। মা হতেও চলেছেন তিনি। কিন্তু বিয়ে মানেই কাজ বন্ধ করে দেওয়া, তা কিন্তু নয়। শুভশ্রী বিয়ের পরেও চুটিয়ে কাজ করছেন।
রাজের পরিচালনায় শুভশ্রী অভিনয় করেছিলেন, পরিণীতা’ ছবিতে। স্কুলের মেয়ে থেকে, প্রেম, জীবনের লড়াই সব কিছু সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকও বেশ জনপ্রিয় অভিনেতা। দর্শক খুব পছন্দ করেছিল এই ছবি। বক্স অফিসেও হিট ছিল ‘পরিণীতা’।
Read More News
এবার এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী। এছাড়াও আরও অনেকগুলো পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি। পুরস্কারটি তিনি পেয়েছেন ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ তরফ থেকে। শুভশ্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এই কথা জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়েছেন। ছবিতে বেশ মিষ্টি লাগছে তাঁকে। সামান্য মোটাও হয়েছেন তিনি। যা তাঁকে আরও সুন্দর করে তুলেছে।
https://www.instagram.com/p/CCOdWdbgkg4/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper